স্টাফ রিপোর্টার: লিবরা ইনফিউশনস লিমিটেড শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, লিবরা ইনফিউশনস’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২১ আগষ্ট/২০২২) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পায়।
এর আগে ৩০ জুন/২০১৯ সমাপ্ত হিসেব বছরেও শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। ২০১৮ সালের হিসেব বছর দিয়েছিল ২০ শতাংশ স্টক লভ্যাংশ।
ডিএসইর তথ্য মতে, ২০২০ হিসেব বছর লিবরার সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। এতে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২৬১ টাকায় দাঁড়িয়েছে। একইসঙ্গে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৯ লাখ টাকা।
শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় A থেকে B ক্যাটাগরিতে স্খলন ঘটেছে লিবরার। পরিবর্তনের ফলে সোমবার (২২ আগষ্ট/২০২২) থেকে B ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে এ প্রতিষ্ঠানের।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা দেয়া যাবে না কোম্পানিটিকে।
শেয়ারমার্কেটে ১৯৯৪ সালে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনসের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১৫লক্ষ ১হাজার ৯শত ২০টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৪.৪৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ১২.৬৩ শতাংশ। বাকি ৫২.৯৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।