স্টাফ রিপোর্টার: শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে একীভূত হবে শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেড। ব্যবসার পরিধি বিস্তারে সহায়ক হবে কোম্পানি দু’টির পারস্পরিক সংযুক্তি।
বাজারে টিকে থাকার মৌল ভিত্তি শক্তিশালী করতে কোম্পানিদ্বয়ের পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
একীভুতকরণে উভয় কোম্পানির জন্য ব্যাংক, অন্যান্য ক্রেডিটরস, শেয়ারহোল্ডার এবং অন্য স্টেকহোল্ডারদের অনুমতির প্রয়োজন হবে। পাশাপাশি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকেও নিতে হবে অনুমতি।