সকল মেনু

প্যারাডাইসের জমি বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স

স্টাফ রিপোর্টার: প্যারাডাইস কেবলস লিমিটেডের জমি বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির নিকট ৩১ জুলাই ২০২২ পর্যন্ত খেলাপি ঋণ বাবদ ৫০ কোটি ২৫ লাখ টাকা পাওনা রয়েছে ফিনিক্স ফাইন্যান্সের।

ঋণ আদায়ে প্যারাডাইসের বন্ধকী জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এ আর্থিক প্রতিষ্ঠানটি।

ঋণগ্রহীতা প্রতিষ্ঠান প্যারাডাইসের জমি বিক্রি বিষয়ে (নিলামে) দরপত্র আহ্বান করেছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ফিনিক্স ফাইন্যান্স।

এরমধ্যে রয়েছে গাজীপুরের শ্রীপুর থানাধীন মুলাইদ মৌজায় প্যারাডাইসের ৬৮১ দশমিক ২৫ শতাংশ (ভবনসহ) এবং তাপিরবাড়ী মৌজায় ভবনসহ ৯২ দশমিক ৭৫ শতাংশ জমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top