স্টাফ রিপোর্টার: বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ৩০০ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ও ১০০ শতাংশ চুড়ান্ত লভ্যাংশ মিলে ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস-এর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। পরিচালকদের মধ্যে অনীল ভাল্লা, মাসুদ খান, পারভীন মাহমুদ, রেজাউল ইসলাম, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা, সুনীল শর্মা, অভিজিৎ রায়, জ্যঁ ক্লদ লুত্রেই ও সাজ্জাদ রহিম চৌধুরী উপস্থিত ছিলেন।
জেরাল্ড কে অ্যাডামস সভা চলাকালীন শেয়ারহোল্ডারদের সামনে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করেন। আর, রূপালী চৌধুরী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রতিষ্ঠানটির রাজস্ব ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮০ শতাংশ। আর, ভলিউম প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ শতাংশ। ৩১.৮০ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কর পূর্ববর্তী মুনাফা অর্জন হয়েছে ১০.০৭ শতাংশ।
ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বার্জার পেইন্টস ২০১৯-২০২০ বর্ষের জন্য ‘সেরা করদাতা’র স্বীকৃতি অর্জন করে। এছাড়াও, প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড ফাইন্যান্সিয়াল পারফমেন্স, জাতীয় কোষাগারে অবদান, মানবসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা, কর্পোরেট গভর্ন্যান্স, শেয়ারহোল্ডার রিটার্ন, বিনিয়োগ প্রবৃদ্ধি ও সিএসআর কর্মকাণ্ডের জন্য মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্যাটাগরিতে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করে।
পেইন্ট ক্যাটাগরিতে বার্জার টানা ১১ বার ‘সেরা পেইন্ট ব্র্যান্ড’র স্বীকৃতি পেয়েছে। নিয়েলসন বাংলাদেশের সাথে পার্টনারশিপে আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ স্বীকৃতি পায় বার্জার।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।