সকল মেনু

বৈঠকে না আসার কারণ জানতে চায় বিএসইসি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তলব করা বৈঠকে না আসায় কারণ জানতে চাওয়া হয়েছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) কাছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে রোববার (২৮ আগষ্ট/২০২২) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

বিএসইসির দেয়া তথ্য অনুযায়ী, ২৩ আগস্ট দুপুর ১২টায় বিএসইসির সঙ্গে বৈঠকের বিষয়ে আইএসএনএলকে গত ২২ আগস্ট চিঠির মাধ্যমে অবহিত করা হয়। ওই দিন (২৩ আগষ্ট) কোম্পানির কোন প্রতিনিধি উপস্থিত না থেকে বৈঠকের কয়েক মিনিট পূর্বে উপস্থিত না থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছিল। বিএসইসির মতে- যা কোনভাবেই কাম্য নয়।

বৈঠকে না আসায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ী কোম্পানির অবস্থান ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়ে রোববার (২৮ আগষ্ট) একটি চিঠি দেয়া হয়েছে বিএসইসির পক্ষ থেকে। পাশাপাশি, এ ধরণের অসহযোগিতার জন্য বিএসইসির পক্ষ থেকে কেন পদক্ষেপ নেয়া হবে না, তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে কোম্পানিটিকে।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান, কোম্পানি সচিবসহ ২ শতাংশ বা তার বেশি শেয়ারহোল্ডারকে ২২ আগষ্টের বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিল বিএসইসি।

তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা।

কোম্পানির হাতে ১০ টাকা অভিহিত মূল্যে মোট ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২১.৬২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.৬১ শতাংশ। বাকি ৬৮.৭৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২৮ আগস্ট) ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার সর্বশেষ ৫৫.২০ টাকায় লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top