স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা সেই মিজানুর রহমানসহ তিন জনকে শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। ‘গুজব রটনাকারীদের শাস্তির আওতায় আনতে কাজ করছে’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির অনুসন্ধানে মিজানুরসহ আশরাফুল ইসলাম, আয়মান নাহিয়ান কল্লোল ও শরীফুল ইসলাম নামে মোট ৪ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনতে গঠন করা হয়েছে ২ সদস্যের কমিটি।
তারা বিভিন্ন ‘আইটেম’ দেবেন বলে বিনিয়োগকারীদের কাছে টাকা নিয়ে প্রতারণা করেন। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশে বুধবার এ কথা জানানো হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- সহকারী পরিচালক কামাল হোসেন ও এইচ এম সালেহ সাদমান। আগামী ১০ দিনের মধ্যে গুজব রটনাকারীদের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসির মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (এমএসআইডি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে সেলের কার্যক্রম চলছে।
আইডির নাম মিজানুর রহমান। প্রোফাইল পিকচারে ব্যবহার করেছেন লাল রঙে লেখা ‘হল্টেড’। কমিশন জানায়, গুজব ছড়িয়ে মিজানুর ও তার সহযোগীরা কী পরিমাণ লাভবান হয়েছেন, তাও বের করা হবে।
তাদের সম্পর্কে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটনাকারীদের শাস্তির আওতায় আনতে কাজ করছে কমিশন।’
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে গুজব ছড়ানোর অভিযোগে মাহবুবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। বিএসইসির সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে আটক করা হয়।
একইসঙ্গে গুজব রটনাকারী ৩১টি ফেসবুক আইডি নিষ্ক্রিয় করা হয়েছে।