সিনিয়র রিপোর্টার: রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে (আরএসআরএম) উৎপাদনে ফেরাতে চান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান। কোম্পানিটির দেনা পরিশোধে মাকসুদুর রহমান তার কাছে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) সব শেয়ার বিক্রি করবেন বলে নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছেন।
বকেয়া বিল ৪০ কোটি টাকা থাকায় আরএসআরএমের কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেজন্য কোম্পানিটির কারখানা ২০২০ সালের ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। তাছাড়া কোম্পানিটির কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির ঘাটতিও রয়েছে। এসব সমস্যা থেকে কোম্পানিটির গতি ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাউথ বাংলা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা মাকসুদুর রহমানের ব্যাংকটির ৩.১৭ শতাংশ বা ২ কোটি ৫৬ লাখ শেয়ার রয়েছে। তিনি ২০২০ পর্যন্ত ব্যাংকটির পরিচালক ছিলেন। তবে ঋণখেলাপি হওয়ায় তিনি আর এই পদে থাকতে পারেননি। ঋণখেলাপির মামলায় জুন মাসে তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে থাকলেও চট্টগ্রামের একটি আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।
সাউথ বাংলা ব্যাংক ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ায়, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শেয়ার তিন বছর লকড-ইন থাকবে। সে হিসেবে মাকসুদুর রহমানের কাছে থাকা ব্যাংকটির শেয়ার তিন বছরের জন্য লকড-ইন রয়েছে। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ আগস্ট মাকসুদুর রহমানকে শর্ত সাপেক্ষে ব্যাংকটির শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে।
বিএসইসির দেওয়া শর্তের মধ্যে রয়েছে, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সুদমুক্ত ঋণ হিসেবে আরএসআরএম ও এর সহযোগী প্রতিষ্ঠান মডার্ন স্টিলকে দেবেন মাকসুদুর রহমান। এই ঋণ বকেয়া বিদ্যুৎ বিল, কারখানা সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং কাঁচামাল কিনতে খরচ করা যাবে। এই অর্থ ব্যবহারের তথ্য নিয়মিত বিএসইসিকে জানাতে হবে।
এছাড়াও শর্তানুযায়ী, বিক্রেতাকে অবশ্যই স্টক এক্সচেঞ্জে শেয়ার বিক্রির ঘোষণা দিতে হবে এবং শেয়ার বিক্রি সম্পন্ন হওয়ার পর সেগুলো ২০২৪ সালের আগস্ট পর্যন্ত লকড-ইন থাকবে।
বিএসইসি সূত্র জানায়, মাকসুদুর রহমান ব্যাংকটির শেয়ারগুলো টিবিও ট্রেড লিমিটেডের কাছে প্রায় ৫০ কোটি টাকায় বিক্রি করবেন। আর এই শেয়ার কেনার ক্ষেত্রে টিবিও ট্রেড লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন ওমর ফারুক। ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মাকসুদুর রহমান মঙ্গলবার (৩০ আগস্ট) সাউথ বাংলা ব্যাংকের ২ কোটি ৪ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ শেয়ার ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।
এদিকে মাকসুদুর রহমানের এই উদ্যোগের খবর আগেই ছড়িয়ে পড়ায় ডিএসইতে আরএসআরএমের শেয়ারদর মাত্র পাঁচ দিনে ৩৭ শতাংশ বেড়ে ২৪.৪ টাকায় লেনদেন হয়েছে। যদিও মঙ্গলবার শেয়ারদর ২.৫৬ শতাংশ কমে সর্বশেষ ২২.৮ টাকায় লেনদেন হয়েছে।
তবে ডিএসই থেকে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হলে কোম্পানিটি শেয়ার দর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায়।
২০১৪ সালে শেয়ার বাজার থেকে ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ১০০ কোটি টাকা সংগ্রহ করেছিল।
২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষার তথ্য অনুযায়ী, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কাছে আরএসআরএমের প্রায় ৯৫ কোটি টাকার ঋণ রয়েছে। তবে কোম্পানিটি ঋণের কোনো কিস্তি পরিশোধ করেনি। আর এই কিস্তি পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির কাছে কোনো ফান্ডও নেই। তাছাড়া কোম্পানিটি নগদ অর্থ সংকটেও রয়েছে। তাই কোম্পানিটির ব্যবসা পরিচালনার সক্ষমতা বিষয়ে অডিটর উদ্বেগ প্রকাশ করেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫দিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৩১.৭৬ শতাংশ। ১৫ দিন আগে কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৭ টাকায়। সর্বশেষ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।