স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মূলধনী ভিত্তি আরো শক্তিশালী করতে চায়। এ লক্ষ্যে টায়ার ২-এর সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের অংশ হিসাবে নন-কনভার্টেবল ফ্লোটিং রেট সম্পন্ন ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বুধবার (৩১ আগষ্ট/২০২২) অনুষ্ঠিত ৮৩৭তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন পায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাত বছর মেয়াদী বন্ডটির নাম ‘৪র্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’। এ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। আর এর সুদের হার হবে ভাসমান। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উচ্চ সম্পদশালী ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার এই বন্ড ইস্যু করবে। এর মাধ্যমে উত্তোলন করা অর্থ দ্বারা ব্যাংকটি টায়ার-২ মূলধনী ভিত্তি শক্তিশালী করবে। আর এটি তালিকাভুক্ত হবে স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এ বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর, ট্রাস্টির দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।