সকল মেনু

ব্যবসা সম্প্রসারণে ২৭ কোটি টাকা বিনিয়োগ করবে নাহী অ্যালুমিনিয়াম

স্টাফ রিপোর্টার: ব্যবসা সম্প্রসারণে ২৭ কোটি টাকা (সম্ভাব্য) বিনিয়োগ করবে প্রকৌশল খাতের কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। বুধবার (৩১ আগষ্ট/২০২২) এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে পর্ষদ কর্তৃক গৃহীত এ সিদ্ধন্তের কথা জানিয়েছে কোম্পানিটি।

নাহী অ্যালুমিনিয়ামের পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী- পাঁচ ধরনের পণ্য উৎপাদনে এ অর্থ বিনিয়োগ করবে কোম্পানিটি। এ পাঁচটি পণ্যের মধ্যে রয়েছে ক্রস টি, মেইন টি, ওয়াল অ্যাঙ্গেল, রানার ফর অ্যালুমিনিয়াম সিলিং ও ইউপিভিসি সিলিং। কোম্পানির আয়ে বছরে  অতিরিক্ত ২৫ কোটি টাকা যোগ হবে প্রকল্পটি বাস্তবায়ন হলে। এতে কোম্পানির মৌল-ভিত্তি আরো শক্তিশালী হবে। -যা কোম্পানির উন্নয়নে বেশ সহায়ক।

নাহী অ্যালুমিনিয়ামের সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই/২০২১ থেকে মার্চ/২০২২) বিক্রি হয়েছে ৭১ কোটি ২ লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল ৫১ কোটি ৮২ লাখ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি  ১৯ কোটি ২০ লাখ টাকা বা ৩৭ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৪৫ লাখ টাকা। -যা আগের বছর একই সময় ছিল ১১ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা ৫ কোটি ২৪ লাখ টাকা বা ৪৬ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস পুনর্মূল্যায়নসহ প্রথম তিন প্রান্তিকে  হয়েছে ২ টাকা ৪১ পয়সা। -যা আগের বছর একই সময় ১ টাকা ৬৪ পয়সা ছিল। আর, ৩১ মার্চ, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৮ পয়সায়।

আবার, ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নাহী অ্যালুমিনিয়ামের বিক্রি হয়েছে ৩৭ কোটি ২০ লাখ টাকার। -যা আগের বছর একই সময় ছিল ১৯ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য এ সময় কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮২ লাখ টাকা। আগের বছর একই সময় যা ৪ কোটি ২১ লাখ টাকা ছিল। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। -যা আগের বছর ছিল ৬২ পয়সা।

কোম্পানিটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২০ হিসাব বছর ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

পুঁজিবাজারে ২০১৭ সালে তালিকাভুক্ত নাহী অ্যালুমিনিয়ামের শেয়ার বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ৭২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে এ কোম্পানির শেয়ার দর ৩৭ টাকা ৮০ পয়সা থেকে ৮০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top