প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২২ , ৩:২০ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: দেশের দুটি পুঁজিবাজারে মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০৭ পয়েন্ট।
তবে লেনদেনের শীর্ষে এবং শেয়ার হস্তান্তরের শীর্ষ ২০টি কোম্পানির তথ্য উঠে নিচের চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বুধবার ডিএসইতে ২ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় বুধবার ডিএসইতে ৮৮৬ কোটি ৩০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪২ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৩ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্য দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।
বুধবার শীর্ষ ২০ কোম্পানিসহ অন্যান্য চিত্র
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২২ , ৩:২০ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।