স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। বেলা ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ৩৮.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮৬.২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫১.৩৭ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২১.৫১পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৫.২১পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪ টির।