স্টাফ রিপোর্টার: এসএমই খাতের কোম্পানি অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড চলতি বছরের হিসাব অনুসারে লভ্যাংশ ঘোষণা করেছে।
অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। আগের বছর ছিল ১.৩৮ টাকা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.১৪ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৪.৭৮ টাকা। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৪ (নেগেটিভ) টাকা। আগের বছর ছিল ০.১৯ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৭ সেপ্টেম্বর।