Homeডিএসই/সিএসইঋণমান প্রকাশের সময়-সীমা বেঁধে দিল বিএসইসি, দিতে হবে পিএসআই

ঋণমান প্রকাশের সময়-সীমা বেঁধে দিল বিএসইসি, দিতে হবে পিএসআই

স্টাফ রিপোর্টার: তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঋণমান প্রকাশের সময়-সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (১১ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি  করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থাটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, জীবন বীমা খাতের কোম্পানি বাদে তালিকাভূক্ত সব কোম্পানিকে বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, জীবন বীমা কোম্পানিগুলোকে ক্রেডিট রেটিং কোম্পানির মাধ্যমে প্রতি দুই বছরে একবার ঋণমান করতে হবে। এর পর তাৎক্ষণিকভাবে সেটি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসইআই) হিসেবে প্রকাশ করতে হবে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের কাছে ঋণমানের তথ্য বিতরণের জন্য পাঠাতে হবে।

পুঁজিবাজারের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।

বিএসইসির তথ্য অনুযায়ী, বর্তমানে আটটি ক্রেডিট রেটিং কোম্পানি বিএসইসির অনুমোদনপ্রাপ্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত