স্টাফ রিপোর্টার: বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড ঘোষিত ৬ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের বিষয়ে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর/২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬ শতাংশ স্টক ও ১১ শতাংশ নগদ মিলে ১৭ শতাংশ লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
সম্পতি অনুষ্ঠিত প্রগতি লাইফের পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদনসহ এ লভ্যাংশ অনুমোদন পায়।
স্টক লভ্যাংশে বিএসইসি অনুমোদন দেয়ায় প্রতিষ্ঠানটি তা শেয়ারহোল্ডারদের বিতরণ করতে পারবে বলে জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বিএসইসির অনুমোদনের পর নতুন করে এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর-২০২২।
ডিএসইতে ২০০৬ সালে তালিকাভূক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ৪ কার্যদিবস ধরে টানা পতনে রয়েছে।
কোম্পানির গত ১ মাসের শেয়ারদরের গ্রাফ বিশ্লেষণে দেখা যায়- ৬ থেকে ১১ সেপ্টেম্বর/২০২২ পর্যন্ত অব্যহত রয়েছে পতনের এ ধারা। কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর বা ক্লোজিং প্রাইস ৫ সেপ্টেম্বর ছিল ৭২ টাকা ৮০ পয়সা। রোববার ১১ সেপ্টেম্বর পর্যন্ত তা ২ টাকা ৭০ পয়সা কমে ৭০ টাকা ১০ পয়সায় নেমে আসে। এর আগে ২৫ ও ২৮ আগষ্ট মিলে ২ দিনে শেয়ারটির দর ৭৩ টাকা ৫০ পয়সায় উঠেছিল। তবে রোববারের ন্যায় সোমবার অপরিবর্তীত রয়েছে শেয়ারদর। অর্থাৎ, ৭০ টাকা ১০ পয়সায় অবস্থান করছে।
আবার, ১ বছরের ব্যবধানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৪৮ টাকা ১০ পয়সা দর হারিয়েছে প্রতি শেয়ারে।
কোম্পানির শেয়ারদরের গত ১ বছরের গ্রাফ বিশ্লেষণ অনুযায়ী- ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ১১৮ টাকা ২০ পয়সা। শেয়ারটি ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সর্বশেষ ৭০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
গ্রাফ অনুযায়ী, ২০২১ সালের ২৮ নভেম্বর পর্যন্ত প্রগতির শেয়ারদরের পতন ছিল চোখে পড়ার মতো। তবে একই বছরের ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ১৮ জানুয়ারী, ১০ ফেব্রুয়ারী, ৩ এপ্রিল, ও ৭ জুনসহ বেশ কিছু দিন শেয়ারদর মোটামুটি উত্থানে থাকলেও শেষ পর্যন্ত তা চলমান থাকেনি। -যে কারণে বছর জুড়ে শেয়ারটিতে ধারাবাহিক পতনের চিত্রই প্রাধান্য পায়। আর, এতে প্রগতি লাইফ ১ বছরে দর হারিয়েছে ৪৮ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।