স্টাফ রিপোর্টার: পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর, শেয়ারদর অতিমাত্রায় বাড়ায় কোম্পানিটিকে এর কারণ দর্শাতে চিঠি দিয়েছে ডিএসই।
জবাবে সোনালী আঁশ জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে কোম্পানির শেয়ারদর।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর ছিল ৪৪৪ টাকা ৬০ পয়সা। ১২ সেপ্টেম্বর তা লাফিয়ে ৬০৬ টাকায় উন্নীত হয়। অর্থাৎ, প্রায় ১ মাসে শেয়ারটির দর ১৬২ টাকা বেড়েছে। ডিএসইর মতে যা অতি অস্বাভাবিক।