স্টাফ রিপোর্টার: জুট স্পিনার্সের পরিচালনা পর্ষদ পুনরায় তাদের কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির কারখানার পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি জানিয়েছে, ইতিমধ্যে ৩টি গোডাউনের মধ্যে ২টি কাঁচা পাটের গোডাউনের আধুনিকায়ন এবং যন্ত্রপাতি রক্ষাণাবেক্ষনের কাজ সম্পন্ন করেছে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শেষ হওয়ার পর কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনের তারিখ জানাবে।