স্টাফ রিপোর্টার: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড করবে বিশেষ সাধারণ সভা (ইজিএম)। তিন সহযোগী প্রতিষ্ঠানকে মূল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে কোম্পানির বিনিয়োগকারীদের অনুমতি নিতে এই বিশেষ সাধারণ সভার আহ্বান করেছে কোম্পানির কর্তৃপক্ষ।
হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আগামী ৯ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ইজিএম অনুষ্ঠিত হবে বলে ইউনাইটেড পাওয়ার এ তথ্য জানায়। ইজিএমের আগে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।
অধিগ্রহণ করা কোম্পানি তিনটি হলো- ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।
অধিগ্রহণ আইন অনুসারে হাইকোর্টের সম্মতি প্রয়োজন ছিল। কোর্টের অনুমতি পাওয়ায় এখন ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি চাওয়া হবে। তারা সম্মতি দিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চূড়ান্তভাবে আবেদন করবে কোম্পানির কর্তৃপক্ষ।
ইউনাইটেড গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াট, ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৮১ মেগাওয়াট এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১৫ মেগাওয়াট।