সকল মেনু

দর বাড়ার শীর্ষে এডিএন টেলিকম

স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২২ আগস্ট) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড।

শেয়ারপ্রতি দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এ দিন শেয়ারপ্রতি সর্বশেষ ৭২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লুবরেফ বিডি, ইনডেক্স অ্যাগ্রো, আজিজ পাইপস, ফাইন ফুডস, ইস্টার্ন হাউজিং ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top