স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগই দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বিডিকম অনলাইনের ১৬২ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩২ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ৫২ দশমিক ৬২ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪৬ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৮৩ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৪২ কোটি ৩৭ লখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ২৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
গত সপ্তাহে ৩০ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৫ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৫ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৬৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২৪৮ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা।
তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৭৪ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৯৫ কোটি ৯৪ লাখ ৮ হাজার ২০০ টাকা।
২৩ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৪১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা।
শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৫২ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩০ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।
২১ দশমিক ৬৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তালিকায় নবম অবস্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৪ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা।
তালিকার সর্বশেষ কোম্পানিটি হলো এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৪১ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৫ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫ কোটি ৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।