সকল মেনু

মঙ্গলবার ক্রেতা শূন্য ১৭৪ কোম্পানি

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া ১৭৪ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৪০টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির ক্রেতা নেই।

ব্যাংকিং খাতের শেয়ারে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। এ খাতের ৩৩ কোম্পানির মধ্যে ২৩ কোম্পানি এবং তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৩টিই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪ কোম্পানি, আর্থিক খাতের ১১টি, খাদ্য খাতের ৮টি, জ্বালানি খাতের ৬টি, বিবিধ খাতে ৫টি, ওষুধ খাতে ৭টি, টেলিকমিউনিকশন ও সিমেন্ট খাতে ২টি এবং কাগজ ও ট্যানারি খাতে ১টি করে কোম্পানি ক্রেতাশূন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top