সকল মেনু

আমদানি ব্যয় পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে পণ্যের দাম যাচাইয়ের নির্দেশনা

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় ব্যাংক আমদানির ব্যয় পরিশোধের আগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তর্জাতিক বাজারে পণ্যের সর্বশেষ দাম যাচাই করতে বলেছে। সোমবার, ১০ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে ব্যাংকগুলোকে আমদানি পণ্যের দাম ও বাজার প্রতিযোগিতার বিষয় যাচাইয়ে নিয়ন্ত্রণমূলক মানদণ্ড মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

এতে আমদানি ব্যয় পরিশোধের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংককে যথাযথ নির্দেশনা ও বিধিমালা মান্য করে চলার নির্দেশ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top