Homeবিএসইসিবিএসইসির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ সন্ধ্যায়

বিএসইসির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি পুঁজিবাজারের সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারিজদের পুরস্কৃত করতে যাচ্ছে। গত বছরের কার্যক্রম পর্যালোচনা করে এই পুরস্কারের নাম দেয়া হয়েছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার দেয়া হবে। বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বিশেষ অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি- এই তিনটি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হবে।

গত ১৬ নভেম্বর বিএসইসির ৭৯৯তম সভায় এই পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পুঁজিবাজারে কর্মরত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কর্তৃক সিকিউরিটিজ সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন, সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এর উদ্দেশ্য।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজারে কর্মরত বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষ তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হবে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, পুঁজিবাজারের ইন্টারমিডিয়ারিজদের কর্মক্ষেত্রে আরও ভালোভাবে সেবা প্রদানে উৎসাহিত করতে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন মনে করে, এতে করে এসব প্রতিষ্ঠানের মধ্যে উৎসাহ বাড়বে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত