স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৪৪ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৯ কোটি টাকা।
ডিএসই সূত্রে জানায়, সোনালী পেপার লিমিটেডের লেনদেন সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি হয়েছে। কোম্পানিটি ৩৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।ফরচুন সুজ ১৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বিবিএস, বিবিএস কেবলস, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, ব্রাক ব্রাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফার কেমিক্যাল, ফারইস্ট ফিন্যান্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্দোবাংলা ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং মিলস, মেট্রো স্পিনিং, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেপার প্রসেসিং, দ্য পেনিনসুলা, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।