স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ১২.৬৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ৩ হাজার ২৯৮ বারে ১৫ লাখ ৭৩ হাজার ৯১টি শেয়ার লেনদেন করে। দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা লেনদেন হয়।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আফতাব অটোস, নাভানা সিএনজি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, দেশবন্ধু পলিমার, বসুন্ধরা পেপার ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।