স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ভার্চুয়াল কারেন্সি, ভার্চুয়াল অ্যাসেট এবং ক্রিপ্টো কারেন্সি লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
সেখানে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকের কিছু গ্রাহক এ ধরনের মুদ্রা নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল মুদ্রা লেনদেনের সাথে জড়িত। বাণিজ্যিক ব্যাংকগুলোকেও ভার্চুয়াল মুদ্রার লেনদেন বন্ধে নজরদারি বাড়াতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রা লেনদেনে নিষেধাজ্ঞার উদ্যোগ নিতে হবে।
গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক দেশে যেকোনো ধরনের ভার্চুয়াল কয়েন বা ক্রিপ্টো কারেন্সি ধারণ বা লেনদেন নিষিদ্ধ করে।
ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ দ্বারা প্রদত্ত “মুদ্রা”র সংজ্ঞায় ভার্চুয়াল মুদ্রাকে স্বীকৃতি দেয় না বলে সংশ্লিষ্ট সকলকে ভার্চুয়াল মুদ্রার লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।