সকল মেনু

আলফা লাইফ ইন্স্যুরেন্সের ৯ মাসে ১০০ কোটি টাকা ব্যবসা

স্টাফ রিপোর্টার: আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ১০০ কোটি টাকা ব্যবসা করেছে। রবিবার, ১৬ই অক্টোবর কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিমা কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, সততা ও দক্ষতার কারণে ৯ মাসে ১০০ কোটি টাকার ব্যবসা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমরা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি সকল নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য। নিয়মনীতি যথাযথভাবে না মেনে আমরা কোনো ব্যবসা করব না।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে সকল আইন-কানুন ও দিক নির্দেশনা রয়েছে তা পরিপূর্ণভাবে পালন করেই পেশাদারিত্বের ভিত্তিতে কাজ চলছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আইনের বাইরে একবিন্দু যাবে না, বলেন আলমগীর শামসুল আলামিন।

তিনি বলেন, বড় মুনাফার এই দিনটি উদযাপন উপলক্ষে শনিবার রাতে গুলশানের একটি কনভেনশন ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। এতে কোম্পানির ১৪শ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কোম্পানিটি নতুন করে শুরু করলেও দ্রুত সময়ের মধ্যে ভালো সাফল্য অর্জন করেছে। যথাযথ আইন মেনে অর্থনৈতিক সুযোগগুলোকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে এগিয়ে যেতে পারলে আগামীতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ সেক্টরের রোল মডেল হতে পারে বলে।

তিনি বলেন, দেশীয় ইন্স্যুরেন্স কোম্পানি ঠিকমতো কাজ না করলে তা বিদেশি বড় বিনিয়োগকারীদের কাছে চলে যেতে পারে, যা দেশের জন্য কাম্য নয়। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কারণে এ সেক্টরে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে সেই হারানো সুনাম ফিরিয়ে আনার জন্য আইন মেনে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান (লাইফ) ও মো. নজরুল ইসলাম (নন-লাইফ) তাদের বক্তব্যে বিমা খাতের নানা দিক তুলে ধরেন।

কামরুল হাসান বলেন, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রাহকের কোনো অভিযোগ পাইনি। সাত দিনের মধ্যে মৃত্যু দাবির পেমেন্ট আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দ্রুত পরিশোধ করছে যা প্রশংসার দাবিদার। যেভাবে আইন মেনে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top