Homeঅর্থনীতিদূর্যোগ ব্যবস্থাপনায় ইউএনডিপির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দূর্যোগ ব্যবস্থাপনায় ইউএনডিপির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আয়োজনে সরকারের ৬টি সংস্থার ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে দূর্যোগ নিরসনে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) কক্সবাজারের একটি হোটেলে ৫দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক।

বাংলাদেশ দূর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনে প্রকৃতি, প্রাণি ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই দেশের দূর্যোগ নিরসন ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রাণি ও প্রকৃতির টেকসই উন্নয়নের কাজ করছে।

তারই ধারাবাহিকতায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আরবান রিজিলেন্স প্রোগ্রাম (ইআরপি) একটি দক্ষতা বৃদ্ধির প্রকল্প পরিচালনা করছে। প্রকল্পের মাধ্যমে অতি দূর্যোগপ্রবণ এলাকার মানুষদের প্রশিক্ষণ, ব্যায়াম এবং খননের (টিইডি) মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণের প্রশিক্ষণ প্রদান করছে।

দক্ষতা বৃদ্ধির সেই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপি বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় Emergency Operation Plan (EOP) এবং Emergency Operation Center (EOC) বিষয়ে ৫দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. এটিএম মাহবুব-উল-করিম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম, ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধি মো. আরিফ আবদুল্লাহ খানসহ অনেকে।

কর্মশালার মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনার কৌশল, দক্ষতা উন্নয়নের মাধ্যমে মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশ ও সম্পদের ক্ষতি হ্রাস করাই লক্ষ্য। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা করে দূর্যোগ ঝুঁকির প্রভাব সহনীয় পর্যায়ে বা নিয়ন্ত্রণ করতে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ স্থাপন ও সমন্বয় করতে ‘training tracking tool’ উদ্বোধন করা হয়। টুলের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নেয়া সদস্যরা বিস্তারিত জানতে পারবেন। যা দূর্যোগকালে পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সহায়ক হবে।

দূর্যোগ ব্যবস্থাপনার এই কর্মশালায় অংশ নেন ৩০ জন প্রশিক্ষণার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত