Homeকোম্পানি সংবাদআইপিওতে ৩৫০ কোটি টাকা তুলতে বেস্ট হোল্ডিংসের রোড শো সম্পন্ন

আইপিওতে ৩৫০ কোটি টাকা তুলতে বেস্ট হোল্ডিংসের রোড শো সম্পন্ন

সিনিয়র রিপোর্টার: বুক-বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা তুলতে ‘রোড শো’ করেছে বেস্ট হোল্ডিংস। পাঁচ তারকা হোটেল ‘লা মেরিডিয়ানের’ মালিকানাধীন প্রতিষ্ঠান এটি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে রোড শো অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি এবং ডিলার ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

বুক-বিল্ডিং পদ্ধতির শর্তানুযায়ী কোম্পানিটির কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে প্রতিষ্ঠানের পরিচিতি, বিগত বছরগুলোর আর্থিক তথ্য, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।

রোড শোতে জানানো হয়, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে বেস্ট হোল্ডিংস। এই পদ্ধতিতে আইপিওতে আসতে, কোম্পানি তার মোট শেয়ারের ১০ শতাংশ আপলোড করবে।

পুঁজিবাজার থেকে তোলা অর্থ কোথায় ব্যয় করা হবে সে তথ্যও তুলে ধরা হয় রোড শোতে। এ বিষয়ে জানানো হয়, আইপিও থেকে উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ সুদের ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। বাকি ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পরিচালনায় ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন লাক্সারি কালেকশন ব্র্যান্ড প্রকল্পে ব্যয় করা হবে।

২০২১-২২ অর্থবছরে বেস্ট হোল্ডিং আয় করেছে ২৬২ কোটি ৩৯ লাখ টাকা। একই বছরে কোম্পানিটির নিট মুনাফা করেছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল দাঁড়িয়েছে ৫৭ টাকা ২২ পয়সা।

বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি ৫৭ লাখ টাকা। ব্যাংক ঋণ ১৭৬ কোটি ১৭ লাখ টাকা। বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

রোড শোতে বেস্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ বলেন, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসবে বেস্ট হোল্ডিংস। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এরই ধারাবাহিকতায় আমরা রোড শো আয়োজন করেছি। কোম্পানিটি তার মোট শেয়ারের মধ্যে ১০ শতাংশ আপলোড করবে।

আইপিও থেকে উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ সুদের ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। বাকি ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পরিচালনায় ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন লাক্সারি কালেকশন ব্র্যান্ড প্রকল্পে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও পরিচালক শাকিল রিজভি, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম আজাদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, বেস্ট হোল্ডিংসের স্বতন্ত্র পরিচালক লে. জে. (অব.) শেখ মামুন খালেদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত