স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ (বিডি), জিল বাংলা সুগার মিলস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আজিজ পাইপস।
তবে কোম্পানিগুলো মধ্যে আজিজ পাইপসের উৎপাদন বন্ধ থাকায় লভ্যাংশ ঘোষণা করেনি।
প্রাইম ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৪২ পয়সা বা ৯১শতাংশ।
৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২০ পয়সা বা ৯ শতাংশ।
একইসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ১৮ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৮ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৯৭ পয়সা।
একইসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৫৩ পয়সা।
জিল বাংলা: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২১ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১৯ টাকা ৯৬ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১ টাকা ২৯ পয়সা বা প্রায় ৬ শতাংশ
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় (এনএভিপিএস) ছিল ৯২৬ টাকা ৯৫ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৭৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৩৬ পয়সা বা প্রায় ৪৮ শতাংশ।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৪ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ০১ পয়সা বা প্রায় দশমিক ৮ শতাংশ।
একইসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১৯ পয়সা।