সকল মেনু

সপ্তাহজুড়ে বেক্সিমকোর ৩৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫ দশমিক শূন্য ৯ শতাংশ বা ২ হাজার ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে।

দশ কোম্পানির মধ্যে ৩৮৬ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৮৬ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৬৬ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ২২ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩৪৮ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকার ২ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৬ দশমিক শূন্য ২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩৫ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৭৮ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকার ৪৩ লাখ ১২ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top