Homeডিএসই/সিএসইএমজেএল শেয়ারহোল্ডারদের হাত কপালে

এমজেএল শেয়ারহোল্ডারদের হাত কপালে

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের আগের বছরের তুলনায় গত বছর ৩৭ কোটি টাকা মুনাফা কমেছে। এ কারণে শেয়ারহোল্ডারদের আগের বছরের চেয়ে ৫ শতাংশ কম লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার, ২৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, সরকারকে কর পরিশোধসহ সব আয়-ব্যয়ের পর ৩০ জুন, ২০২২ সালে কোম্পানির মোট মুনাফা হয়েছে ২০১ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৮৯১ কোটি টাকা। তাতে কোম্পানির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। যা আগের বছরের চেয়ে ৩৭ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮৭১ টাকা কমেছে।

২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ে কোম্পানির মোট মুনাফা হয়েছিল ২৩৮ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৭৬৩ টাকা। তাতে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭ টাকা ৫৩ পয়সা।

কোম্পানি সচিব রকিবুল কবির বলেন, বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি। জুন সমাপ্ত বছরের এই শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। যা আগের বছরের চেয়ে ৫ শতাংশ কম।

তাতে ২০২২ সালে শেয়ারহোল্ডাররা টাকার অংকে শেয়ারপ্রতি লভ্যাংশ পাবেন ৫ টাকা। এর আগের বছর ছিল ৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে শেয়ারপ্রতি ৫০ পয়সা কম লভ্যাংশ পাচ্ছেন শেয়ারহোল্ডাররা।

রাকিবুল করিম বলেন, এ বছর যেমন ব্যবসা আগের চেয়ে বেশি হয়েছে, তেমনি গত বছরের চেয়ে কর বেশি দিতে হয়েছে। পাশাপাশি ডলারের দাম বেশি থাকায়, বেশি দামে ডলার কিনে কোম্পানির কাঁচামাল আমদানির জন্য পেমেন্ট করতে হয়েছে। এ কারণে ব্যবসা বেশি হলেও ডলারের অতিরিক্ত মূল্যে ও কর বেশি দেওয়ায় মুনাফা কমেছে।

আন্তর্জাতিক বাজারের ডলারের মূল্য কমলে আগামী বছর কোম্পানির মুনাফা বড়বে। তাতে বিনিয়োগকারীদেরও মুনাফা বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত