সিনিয়র রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বুধবার (২৬ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
প্রতিষ্ঠান দুটি হলো- এসিআই লিমিটেড ও রানার অটোমোবাইলস পিএলসি।
এসিআই লিমিটেড: সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৭৮ পয়সা।
অন্যদিকে সর্বশেষ বছরে একভাবে এসিআইয়ের ইপিএস (Solo EPS) হয়েছে ৩০ টাকা ৮৩ পয়সা। আগের বছর একক ইপিএস ছিল ৩১ টাকা ৫২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৯৮ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
রানার অটোমোবাইলস পিএলসি: কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর ।