সিনিয়র রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বুধবার (২৬ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ন্যাশনাল পলিমার, বিবিএস ক্যাবলস, ইভেন্স টেক্সটাইলস, ক্রাউন সিমেন্ট ও নাভানা সিএনজি।
ন্যাশনাল পলিমার: শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে এক টাকা পঞ্চাশ পয়সা লভ্যাংশ দেবে। তবে কোম্পানির ব্যবস্থাাপনা পরিচালক রিয়াদ মাহমুদ কোনো লভ্যাংশ নেবেন না।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯২ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল (রা্ইট শেয়ারের পর ডাইলুটেড)।
আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ।
বিবিএস ক্যাবলস: আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ১ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা৬১ পয়সা আয় হয়েছিল। আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ।
ইভেন্স টেক্সটাইলস : কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ২০ পয়সা লভ্যাংশ দেবে। কোম্পানির শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি শূন্য এক পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ক্রাউন সিমেন্ট : আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বা প্রতি শেয়ারে ১ টাকা দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর ।
নাভানা সিএনজি: কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য শুধু ৫ শতাংশ বোনাস প্রযোজ্য হবে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছিল। আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।