স্টাফ রিপোর্টার: ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালিত হবে।
নতুন সূচি অনুসারে, সকাল ১০ টায় লেনদেন শুরু হবে। আর তা চলবে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে কার্যরত সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে ।
সার্কুলারে বলা হয়, লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামী মঙ্গলবার (১৫ নভেম্বর ) থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে।
বর্তমানে ব্যাংক লেনদেন শুরু হয় সকাল ৯টায়। আর লেনদেন চলে বিকাল ৩টা পর্যন্ত।