Homeখাতওয়ারী সংবাদশতকোটি টাকার আয়ের উৎসে জেনেক্স ইনফোসিস

শতকোটি টাকার আয়ের উৎসে জেনেক্স ইনফোসিস

সিনিয়র রিপোর্টার: জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি চুক্তি হয়েছে। রাজধানীর খিলক্ষেতের (নিকুঞ্জ-০২) নিটল নিলয় টাওয়ারে বৃহস্পতিবার (৩ নভেম্বর) উভয় প্রতিষ্টানের কর্তৃপক্ষের সঙ্গে এই চুক্তি হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন জেনেক্স ইনফোসেস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমাম ও এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর ও জেনেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (EFD) এবং সেলস ডেটা কন্ট্রোলার (SDC) মেশিনের ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ধরণের ব্যবসায়িক সত্তা থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) সংগ্রহ নিশ্চিত করতে ইনস্টল করা মেশিনগুলির অপারেশন পর্যবেক্ষণ করবে জেনেক্স ইনফোসিস লিমিটেড। চুক্তির মেয়াদ ১০ বছর।

আগামী ৫ বছরের মধ্যে দেশের তিনটি ভিন্ন অঞ্চলে (ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম ও চট্টগ্রাম) তিন লাখ ইএফডি/এসডিসি মেশিন সরবরাহ ও ইনস্টল করবে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে ৩ লাখ ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ করবে জেনেক্স ইনফোসিস। লক্ষ্যমাত্রা অনুসারে ইএফডি ও এসডিসি স্থাপন করলে প্রতি বছর জেনেক্স ইনফোসিসের রাজস্ব আসবে ২১২ কোটি টাকা।

এদিকে বৃহস্পতিবার বিকালে জেনেক্স ইনফোসিসের অফিসে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এনবিআরের সাথে করা চুক্তিটির অনুমোদন দেওয়া হয়েছে।

পরবর্তী প্রতি বছরে ২১২ কোটি টাকা আয় হবে বলে প্রত্যাশা করছে জেনেক্স কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত