সকল মেনু

প্রতি শেয়ারে ১ টাকা লভ্যাংশ দেবে এসোসিয়েটেড অক্সিজেন

স্টাফ রিপোর্টার: এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি শেয়ারে ১ টাকা করে বিনিয়োগকারীদের দেবে কোম্পানির কর্তৃপক্ষ।

সোমবার (৭ নভেম্বর) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৯ পয়সা।

এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর  বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

এদিকে, ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানির কর্তৃপক্ষ ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। তহবিল সংগ্রহের জন্য জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের সাঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে ডিএসই রোববার (০৬ নভেম্বর) তথ্য প্রকাশ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top