সকল মেনু

‘ফ্লোরপ্রাইস’ নিয়ে আলোচনায় উৎসাহী নয় আইএমএফ

স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজারে বিশেষ পরিস্থিতির কারণে ফ্লোরপ্রাইস নামে সাময়িক যে ব্যবস্থা চালু করা হয়েছে, সেটি তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো বক্তব্য নেই।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে সোমবার (৭ নভেম্বর) আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজার উন্নয়নে কি-কি উদ্যোগ নিয়েছে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে আইএমএফ।

বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, তাই বিএসইসিকে ধন্যবাদ জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top