সকল মেনু

ইন্দো-বাংলা ফার্মার লভ্যাংশ নিয়ে উপহাস

সিনিয়র রিপোর্টার : ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিনিয়োগকারদের লভ্যাংশ দেয়া নিয়ে মশকরা করেছে। মুনাফা করলেও তা বিনিয়োগকারীদের সমানভাবে দিতে চায় না। যে কারণে কোম্পানির কর্তৃপক্ষ প্রতি শেয়ারে মাত্র ১০ পয়সা করে  দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে মঙ্গলবার (৮ নভেম্বর) জানা গেছে, চলতি অর্থবছরে ৩০ জুন, ২০২২ হিসাব বছরে ১ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

তথ্যানুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল। আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top