স্টাফ রিপোর্টার: শমরিতা হাসপাতাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত বছরের (জুলাই, ২০২১ থেকে ৩০ জুন, ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার (৮ নভেম্বর) তা প্রকাশ করা হয়।
বিদায়ী বছরে শমরিতা হাসপাতালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা এবং আগের বছর প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে।
আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ৩০ জুন, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৫১ টাকা ৩২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর এবং ৩০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।