স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে হামিদ ফেব্রিকস লিমিটেডের প্রথম প্রান্তিকে মুনাফার উত্থান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) তুলনায় শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে হয়েছে ৩০ পয়সা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।


কোম্পানির কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৫২ পয়সা।
উল্লেখ্য, হামিদ ফেব্রিকস ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা করে। আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।