সকল মেনু

পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে লেনদেনের নতুন সূচি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সরকারেরর নতুন অফিস সময়ের সঙ্গে সঙ্গতি রেখে নতুন সূচিতে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় মঙ্গলবার বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএসসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নতুন সময়সূচি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চলবে বিকাল ৩টা পর্যন্ত। আর লেনদেন শুরুর আগে প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; ১০টা ২৫ মিনিট থেকে সাড়ে ১০টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top