সকল মেনু

১০ কোম্পানির সভার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ বৃহস্পতিবার ঘোষণা করেছে। সভায় চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিগুলোর তথ্য নিচে তুলে ধরা হলো-

জুট স্পিনার্স লিমিটেড : সভা আগামী ১২ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে লোকসান করেছিল ১০ টাকা ৮৩ পয়সা।

প্যাসিফিক ডেনিমস লিমিটেড : সভা আগামী ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ১০ পয়সা।

বীচ হ্যাচারি লিমিটেড : সভা আগামী ১৬ নভেম্বর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পর্যালোচনা করে প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

ডেল্টা স্পিনার্স লিমিটেড : সভা আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে লোকসান করেছিল ০.০৪ পয়সা।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড : সভা আগামী ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ২২ পয়সা।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড : পরিচালনা পর্ষদের সভার সময় পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১০ নভেম্বর, বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পরযালোচনা করে প্রকাশ করবে।আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড : পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়  ওই সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ১৩ পয়সা।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড : সভা আগামী ১৪ নভেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ৯১ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড : সভা আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে লোকসান করেছিল ০.৮ পয়সা।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড : সভা আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ১৮ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top