সকল মেনু

‘ফ্লোর প্রাইস’ নিয়ে বিএমবিএ’র নামে অপপ্রচার, সতর্ক হওয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন অনেকে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারপ্রতি দরের ‘ফ্লোর প্রাইস’ উঠানো নিয়ে অসত্য তথ্য প্রচার করছেন তারা।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বানোয়াট এবং অসত্য তথ্য প্রচার করায় বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ।

বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ, ‘পুঁজিবাজারকে অস্থিতিশীল করে ব্যক্তি ফায়দা লুন্ঠনের স্বার্থেই তাদের এই কার্যক্রম প্রতিয়মান হয়। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) সর্বদা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে বাজারে সর্ব স্টেকহোল্ডারদের সমষ্টিগত মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং ধারাবাহিকভাবে তা প্রতিপালন করে আসছে।’

‘পুঁজিবাজারের সমষ্ঠিগত স্বার্থে বিএমবিএ অতীতে কখনোই এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই যে, ফ্লোর প্রাইস উঠানোর ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এখন পর্যন্ত কারো সাথে কোন প্রকার আলোচনা করেনি এবং এ ব্যাপারে মতামতও প্রকাশ করেনি। মিথ্যা এই অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো। ‘

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে প্রকাশ করা হলো-

-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top