সকল মেনু

মঙ্গলবার ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ নভেম্বর) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৫ লাখ ৩ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪১ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই সূত্রে মঙ্গলবার জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রেনেটা লিমিটেড ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সোনালী পেপার ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ডিএসই থেকে নেয়া ছবি

কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম,অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল,অ্যাপেক্স স্পিনিং, বিএটবিসি, বিবিএস, বিডি থাই ফুড, বেক্সিমকো, বসুন্ধরা পেপার, ব্রাক ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ফার্স্ট ফিন্যান্স, ফরচুন সুজ, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি ফিন্যান্স।

আরো রয়েছে- কেডিএস, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিং শাইন, সী পার্ল বীচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স,সোনলী পেপার, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার,সানলাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top