স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২১ নভেম্বর মন্দা বাজারে লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিক্রেতা সংকটে ৪৯.৩০ টাকায় সকালে হল্টেড হয়েছে কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির আগের দিন শেয়ারপ্রতি ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। সোমবার শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৯ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৩০ পয়সায়। সে হিসেবে শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ১ হাজার ১২৫ বারে ৪২ হাজার ৬২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ ১ হাজার টাকা।