স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। টপ টোয়েন্টির শীর্ষে থেকে মঙ্গলবার কোম্পানির ৩৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২২ লাখ ৩৯ হাজার ৪৭৩টি শেয়ার।


মঙ্গলবার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানির ২২ লাখ ৩৯ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮২ লাখ টাকা।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩২ লাখ ২১ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ২০ লাখ টাকা।


লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাভানা ফার্মা, সী পার্ল বীচ, ইস্টার্ণ হাউজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।