Homeডিএসই/সিএসইসিএসইর শেয়ারপ্রতি ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা

সিএসইর শেয়ারপ্রতি ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: দেশের বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারপ্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে তারা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সিএসইর ২০২১-২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন হয়েছে। একই সভায় লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে সিএসইর পরিচালক নির্বাচিত করা হয়েছে।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম সভাপতিত্বে সভায় রিস্ক অ্যান্ড অডিট কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেইন চৌধুরী, সিএসইর পরিচালক অধ্যাপক এস এম সালামাত উল্লাহ ভুইয়া, সোহেল মোহাম্মদ শাকুর, সিদ্দিকুর রহমান, মোহাম্মেদ মহিউদ্দিন, রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক এবং কোম্পানির রাজীব সাহা, এফসিএস, কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন।

সিএসইর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেডের আবেদন অনুমোদন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত