স্টাফ রিপোর্টার: এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি হিসাব বছর ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লোকসান আরো বেড়েছে, বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসই জানায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২.৪৫ টাকা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ৭ টাকা ২০ পয়সা।
কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে মাইনাস ৫১.১৫ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৪ টাকা নেগেটিভ।