Homeকোম্পানি সংবাদউৎপাদনে ফিরল এম এল ডায়িং

উৎপাদনে ফিরল এম এল ডায়িং

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি এম এল ডায়িংয়ের স্পিনিং ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাজিপুরের ভবানিপুরে অবস্থিত কারখানাটির স্পিনিং ইউনিটে মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোম্পানিটির ক্ষয়-ক্ষতি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবিষয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ নভেম্বর সিএসইর ওয়েবসাইটে এম এল ডায়িংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের খবরটি প্রকাশ করা হয়। খবরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কারখানাটি বিমা কভারেজের আওতায় রয়েছে এবং ক্ষয়-ক্ষতি পরবর্তীতে নির্ধারণ করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুঁজিবাজারে ২০১৮ সালে তালিকাভূক্ত কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত