ডেস্ক রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত হা- ওয়েল টেক্সটাইল (বিডি) ও ন্যাশনাল পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানি দু’টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করবে বলে ডিএসই সূত্রে জানা যায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের পরিবর্তে কোম্পানিটির নাম হা-ওয়েল টেক্সটাইল (বিডি) পিএলসি রাখা হবে। হা-ওয়েলের ২০তম বার্ষিক সাধারণ সভা আগামী ২২ ডিসেম্বর/২০২২ অনুষ্ঠিত হবে।
আবার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে কোম্পানিটির নাম ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। ন্যাশনাল পলিমারের ৩৫তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৭/২০২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই আরো জানায়, সংঘস্বারক সংশোধনীর মাধ্যমে কোম্পানি দু’টি নাম পরিবর্তন করতে পারবে। একইসঙ্গে, নাম পরিবর্তনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে।